বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে স্বামী ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম গোলন্দাজকে হত্যার অভিযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ২০২৪ সালে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেন, কিন্তু নির্বাচনে পরাজিত হন।
বানারীপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে সাবিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনআই