এইমাত্র
  • তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
  • স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী
  • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬
  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন শেখ মুজিবুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

    বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন শেখ মুজিবুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

    কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শহীদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

    মনোনয়নপত্র দাখিল শেষে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে থেকে তিনি নিজেকে জনগণের সেবায় নিয়োজিত রেখেছেন। সেই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে দল তাকে মনোনয়ন দিলেও পরে তা পরিবর্তন করা হয়।

    তিনি অভিযোগ করে বলেন, ‘দুদিন আগে নিজের বাবার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া সৈয়দ এহসানুল হুদাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে, যা বাজিতপুর–নিকলীর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেনে নিতে পারেননি। ফলে বাধ্য হয়েই আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।’

    তিনি আরও বলেন, এই আসনের জনগণের প্রতি তার দায়বদ্ধতা দীর্ঘদিনের। নির্বাচিত হলে তিনি উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বাস্তবভিত্তিক পরিবর্তন আনতে কাজ করবেন। পাশাপাশি নদীভাঙন, বেকারত্ব, কৃষি সংকট ও মাদক নির্মূলে তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

    শেখ মুজিবুর রহমান ইকবাল আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখবে। একই সঙ্গে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন এবং স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

    মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে বাজিতপুর ও নিকলী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলে ২৪ ডিসেম্বর তাকে একই আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে নিকলী–বাজিতপুর এলাকায় শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…