এইমাত্র
  • তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
  • স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী
  • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬
  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী রনি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

    আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী রনি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

    গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

    নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র ৫ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান।

    এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মোনাজাতে অংশ নেন।

    মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র ৫ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন।

    মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…