শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ বিশেষ "ডেভিল হ্যান্ট" অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চড়ভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার (৪৫)। তিনি চড়ভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত সিদ্দিকুর রহমান হাওলাদার এবং মাতা সালেহা বেগম।
পুলিশ সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মিলন হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয় রয়েছে। তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই