তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকযুদ্ধে তিন পুলিশ কর্মকর্তা ও ছয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এর এক সপ্তাহ আগে বড়দিন ও নববর্ষ উদ্যাপনকে কেন্দ্র করে হামলার পরিকল্পনার অভিযোগে ১০০-এর বেশি সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটল।
স্বরাষ্ট্রমন্ত্রী আলী এরলিকায়া বলেন, মারমারা সাগরের তীরে ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা শহরে একটি বাড়িতে অভিযানে আটজন পুলিশ এবং আরেকজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। সারা দেশে ১০০-এর বেশি ঠিকানায় সোমবার ভোরে অভিযান চালানো হয়।
আইএস বিশ্বব্যাপী পুনরায় প্রাধান্য পেতে শুরু করায় তুরস্ক এ বছর সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালায়। এ মাসে সিডনির বন্ডাই বিচ এলাকায় হানুকা অনুষ্ঠানে গুলি চালানো দুই বন্দুকধারী আইএস দ্বারা অনুপ্রাণিত বলে অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে।
১৯ ডিসেম্বর আমেরিকান সেনা সদস্যদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনাবাহিনী সিরিয়ায় আইএসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ চালায়।
রাতভর জঙ্গিরা সেখানে লুকিয়ে আছে সন্দেহে ইয়ালোভায় সেই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে থাকা রয়টার্সের এক ফটোগ্রাফারের হিসাবে, প্রায় আট ঘণ্টা ধরে চলা অভিযানের সময় বিচ্ছিন্নভাবে গুলির শব্দ শোনা গেছে।
গত সপ্তাহে তুর্কি পুলিশ ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছিল—যারা দেশে বড়দিন ও নববর্ষ উদ্যাপনে হামলার পরিকল্পনা করছিল বলে তারা জানিয়েছে।
এরলিকায়া সাংবাদিকদের বলেন, সোমবারের অভিযানে নিহত জঙ্গিরা সকলেই তুর্কি নাগরিক।
তিনি আরো জানান, বাড়িটি থেকে পাঁচ নারী ও ছয় শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গত এক মাসে পুলিশ মোট ১৩৮ সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেপ্তার করেছে এবং সোমবার সকালে ১৫টি প্রদেশে ১০৮টি আলাদা ঠিকানায় একযোগে অভিযান চালিয়েছে বলে তিনি জানান।
এবি