এইমাত্র
  • তুরস্কে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯
  • স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী
  • ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে এক পকিস্তানি মেজরসহ নিহত ৬
  • মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম
  • কিসের ইঙ্গিত দিলেন মাহফুজ?
  • ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
  • রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এটিএম আজহারুল ইসলাম
  • মিয়ানমারে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি
  • শার্শায় তৃপ্তির মনোনয়ন পুর্নবহালের দাবিতে বিক্ষোভ
  • অবাধ নির্বাচনের আশা শামা ওবায়েদের, ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

    স্পেনগামী পথে এ বছর মারা গেছে ৩০৯০ অভিবাসী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

    স্পেনগামী পথে এ বছর তিন হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে স্পেনের অভিবাসন অধিকার সংগঠন কামিনান্দো ফ্রন্টেরাস।

    ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত নথিবদ্ধ তিন হাজার ৯০ মৃত্যুর বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক পথের ওপর—যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর একটি হিসেবে বিবেচিত বলে জানিয়েছে সংগঠনটি।

    ক্যানারিতে অভিবাসীর আগমন ‘উল্লেখযোগ্যভাবে’ কমলেও, গিনিয়া থেকে যাত্রা শুরুর মাধ্যমে দ্বীপপুঞ্জের দিকে একটি ‘নতুন, আরো দূরবর্তী ও আরো বিপজ্জনক’ রুট দেখা দিয়েছে বলে জানায় সংগঠনটি।

    সংগঠনটি পরিবার সূত্র এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের সরকারি পরিসংখ্যান মিলিয়ে এসব তথ্য সংকলন করে। নিহতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ নারী ছিল বলে তারা জানায়।


    কামিনান্দো ফ্রন্টেরাস আরো জানায়, আলজেরিয়া থেকে রওনা হওয়া নৌকাগুলোর সংখ্যাও বেড়েছে—মূলত ভূমধ্যসাগরের অবকাশযাপনকেন্দ্র ইবিজা ও ফর্মেন্তেরা দ্বীপের উদ্দেশে।

    সাধারণত আলজেরীয়দের ব্যবহৃত এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে আসা অভিবাসীর ঢল দেখা যাচ্ছে বলে সংগঠনটির মন্তব্য।

    তারা আরো জানায়, এই পথে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় এ বছর দ্বিগুণ হয়ে এক হাজার ৩৭-এ পৌঁছেছে।

    কামিনান্দো ফ্রন্টেরাসের হিসেবে, ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছনোর চেষ্টায় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে—২০০৭ সালে তথ্য সংকলন শুরু হওয়ার পর থেকে যা সর্বোচ্চ।

    স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম।

    তাদের প্রায় অর্ধেক পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনো আটলান্টিক রুট ব্যবহার করেছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…