চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক দুটি বসতঘর থেকে ৩ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় দুপুর ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাসের পাড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালানো হয়। পরে একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ইউনিয়নের পশ্চিম পাড়া (চৌকিদার বাড়ি) এলাকার আরেকটি বসতঘরে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্বাসের পাড়া এলাকার মৃত হারি মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০), কক্সবাজার জেলার উখিয়া থানার ক্যাম্প-০২, বি-ব্লক, বি-০৭ এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে মো. ওসমান (৩৫) এবং খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া (চৌকিদার বাড়ি) এলাকার মৃত সন মিয়ার মেয়ে সাজেদা বেগম (৪০)।
পুলিশের দাবি, গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।”
এনআই