রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে। আহতদের মধ্যে চারজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী ও তাঁর ছেলে সৌমিক হাসান, দেলোয়ার হাসান এবং সাব্বির হাসান। এছাড়া আনসার আলীর স্ত্রী শামীমা বেগম এবং অন্য কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আনসার আলী জানিয়েছেন, সরকারি কম্বল বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকনাজ বেগম তাঁকে ফোন করে কিছু শীতার্ত মানুষকে কম্বল দিতে বলেন। কিন্তু কম্বল বিতরণে গিয়ে দেখা যায়, ধোপাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী সব ১৮টি কম্বল নিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে ধোপাপাড়া বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আনসার আলী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।
ধোপাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী বলেন, ১৮টি কম্বল নয়টি পাড়ার সমন্বয়কের মধ্যে বিতরণ করা হয়েছিল। সংঘর্ষে তাঁর পক্ষের কয়েকজন আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এনআই