এইমাত্র
  • আজ শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া
  • খালেদা জিয়ার মৃত্যুতে রাহুল গান্ধীর শোক
  • বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা
  • স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
  • খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
  • খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
  • ঝিনাইদহে হাসপাতালের ভেতরেই মাদকের রমরমা কারবার!
  • আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
  • সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা
  • আজ বুধবার, ১৬ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

    বিবিসি বাংলা প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
    বিবিসি বাংলা প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

    খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

    বিবিসি বাংলা প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিশ্ব নেতাদের অনেকে শোক জানিয়েছেন। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীনসহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ পক্ষ থেকে শোক জানানো হয়।

    শোক জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ বিভিন্ন দেশের নেতারা। শোক বার্তায় তারা খালেদা জিয়ার সরকারের সময় দেশগুলোর সাথে পারষ্পারিক সম্পর্কের কথাও তুলে ধরেন।

    খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শোক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    এদিকে, ভারতের সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বুধবার ঢাকায় পৌঁছাবেন বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    অন্যদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

    এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে বুধবার সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন।

    এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লিখেছেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।

    সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।’

    বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন মোদি।

    তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

    পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন নরেন্দ্র মোদী।

    ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সাথে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমার স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

    খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

    খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

    তিনি লিখেছেন, ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার দীর্ঘ জনজীবনে, তিনি দেশের রাজনৈতিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

    শোক প্রকাশ করেছেন দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’

    পাকিস্তান, নেপাল, চীন ও জাপানের শোক বার্তা

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে এক বার্তায় খালেদা জিয়ার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

    খালেদা জিয়া পাকিস্তানের ‘একনিষ্ঠ বন্ধু ছিলেন’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘শোকের এই মুহূর্তে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।’

    জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বুধবার ঢাকায় আসছেন।

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চীন। বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে।

    খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কের এই ধারা বজায় রাখবে বলে জানান তিনি।

    শোক জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিও এক শোক বার্তায় তিনি বলেন, ‘বিএনপি নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

    নেপাল সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে জাপান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সম্মানিত চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

    তিনি বলেন, ‘জাপান বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

    যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর শোকবার্তা

    খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে প্রকাশিত বার্তায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। মিসেস জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।’

    বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য। শোকবার্তায় বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

    খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফ্রান্স। মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে ফ্রান্স দূতাবাস জানায়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স দূতাবাস গভীর শোক প্রকাশ করছে।’

    তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে দূতাবাস জানায়, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের জাতীয় জীবন বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

    মঙ্গলবার এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশন জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। কানাডা আশা প্রকাশ করে যে এই কঠিন সময়ে তার পরিবার শোক সইবার শক্তি ও ধৈর্য খুঁজে পাবে।’

    শোক জানিয়ে বার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে দূতাবাস বলেছে, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত বছরগুলোতে জার্মানির আরও অনেক ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে তিনি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। এই শোকের মুহূর্তে জার্মানি বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং তাঁর পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

    যা বলেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন:

    খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

    জাতিসংঘের শোকবার্তায় বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী, মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’

    বার্তায় আরো বলা হয়, ‘এই শোকের সময়ে জাতিসংঘ সম্মানিত সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’

    শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

    মঙ্গলবার এক শোকবার্তায় ইইউ জানায়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

    সূত্র : বিবিসি বাংলা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…