এইমাত্র
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
  • গুলশানে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ
  • বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া
  • ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
  • খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে
  • খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু
  • খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
  • সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের
  • মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

    সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

    সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি।

    আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকারি বার্তাসংস্থা ওয়াম।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “সংযুক্ত আরব আমিরাতের সরকার ইয়েমেনে নিজেদের সন্ত্রাসবিরোধী মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অবস্থানরত সব (আমিরাতি) সেনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।”

    প্রসঙ্গত, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে আমিরাতের আঁতাত এবং এই ইস্যুতে সৌদির সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবির উদ্দেশ্যে আল্টিমেটাম দিয়েছিল রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধবাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময়ে দেওয়া হয়েছিল।

    সেই আল্টিমেটামের সাড়া দিয়েই ইয়েমেনে নিজেদের মিশনের সমাপ্তি ঘোষণা করেছে আমিরাত।

    ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষাজোট গঠন করে সৌদি।

    ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। এদিকে ২০১৯ সালে জোট থেকে নিজেদের সেনাসংখ্যা কমিয়ে আনা শুরু করে আমিরাত, কিন্তু জোটের প্রতি সমর্থন অব্যাহত রাখে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…