এইমাত্র
  • তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
  • মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
  • গুলশানে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ
  • বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করল রাশিয়া
  • ইরানজুড়ে হঠাৎ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, নেপথ্যে যে কারণ
  • খালেদা জিয়ার জন্মভিটে আজও সংরক্ষিত রয়েছে জলপাইগুড়িতে
  • খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু
  • খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
  • আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ৩১ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

    খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

    খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে ডিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

    ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বেশ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত ও ডাইভারশন দেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে এসব ট্রাফিক নির্দেশনা কার্যকর থাকবে।

    ডিএমপি জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয়সরণী এলাকায় সীমিত যান চলাচল থাকবে। কাজী নজরুল ইসলাম এভিনিউ যথাসম্ভব পরিহারের অনুরোধ করা হয়েছে।

    মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং—ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণী, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং—এ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

    মিরপুর, বনানী, মহাখালী, গুলশান ও বিমানবন্দরমুখী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। একই সঙ্গে পান্থপথ, সোনারগাঁও হোটেল, ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্সল্যাব এলাকায় প্রয়োজন অনুযায়ী যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

    পার্কিং ব্যবস্থার বিষয়ে জানানো হয়েছে, ঢাকা মহানগরের যানবাহনের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে থেকে আগত বাস ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌ বাজার ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

    ডিএমপি এ বিষয়ে রাজধানীবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…