এইমাত্র
  • নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার
  • দৃষ্টিনন্দন ওভারব্রিজে ফুটে উঠেছে ‘আমাদের ত্রিশাল’
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার
  • রাতভর নাটকীয়তার পর মাহাদী হাসানের জামিন
  • মুন্সিগঞ্জে বিএনপির আয়োজনে ফুটবল ম্যাচে প্রধান অতিথি আ.লীগ নেতা!
  • এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
  • হামলার আহ্বান জানাচ্ছিলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
  • ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ
  • অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ
  • আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
  • আজ রবিবার, ২১ পৌষ, ১৪৩২ | ৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

    শরীয়তপুরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

    বিপ্লব হাসান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

    শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী এবং মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

    হামলার সময় খোকন দাস দুর্বৃত্তদের চিনে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।এ কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

    এ ঘটনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে নিহত খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

    এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, ‘আমরা তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…