ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসনে মোট ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবারে সিরাজগঞ্জ জেলায় মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যগত অসংগতি ও আইনগত কারণ দেখিয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। এদিকে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল ও প্রার্থিতা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যাচাই-বাছাইসহ সকল কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে।
এনআই