ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এতে খামারি ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার আজিজ কেরানি বাড়ির আলী নেওয়াজ হীরা মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। একই রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নবী খাঁর নাতি হুমায়ুন কবিরের গোয়াল থেকে আরও চারটি গরু চুরি হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভুক্তভোগীরা জানান, সংঘবদ্ধ চোরচক্রটি অত্যন্ত দ্রুততার সঙ্গে ট্রাক বা পিকআপযোগে গরুগুলো নিয়ে পালিয়ে যায়। চোরচক্রটি এতটাই সুকৌশলী যে পুলিশ বা স্থানীয়রা টের পাওয়ার আগেই তারা এলাকা ত্যাগ করে। ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এনআই