নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। শনিবার (০৩ জানুয়ারি) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, এই সাফল্য জাতীয় মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘তাইমুর’ এয়ার-লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার পাল্লার মধ্যে শত্রুপক্ষের স্থল ও নৌপথের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
বিবৃতিতে আরও বলা হয়, আধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিচু উচ্চতায় উড্ডয়ন করতে পারে, যার ফলে এটি শত্রুর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্য
বস্থাকে কার্যকরভাবে এড়িয়ে যেতে সক্ষম। এর নিখুঁত আঘাত হানার সক্ষমতা পাকিস্তান বিমান বাহিনীর প্রচলিত প্রতিরোধ শক্তি ও অপারেশনাল নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
এই সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত পরিপক্বতা, উদ্ভাবনী সক্ষমতা ও আত্মনির্ভরতার স্পষ্ট প্রমাণ বলেও জানায় আইএসপিআর। সংস্থাটি জানায়, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, পাশাপাশি এই উন্নত অস্ত্র ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী এবং পিএএফ দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এ ধরনের সাফল্য প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জন এবং পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে একটি বিশ্বাসযোগ্য প্রচলিত প্রতিরোধ শক্তি বজায় রাখার ক্ষেত্রে জাতির দৃঢ় সংকল্পের প্রতিফলন।’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এই সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘স্থানীয়ভাবে আধুনিক অস্ত্র প্রস্তুত করা জাতীয় সক্ষমতা, সংকল্প এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার সুস্পষ্ট প্রমাণ। এই পরীক্ষার সাফল্য জাতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের দায়িত্বশীল প্রতিরক্ষা নীতিকে জোরদার করেছে।’
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ‘তাইমুর’ অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষার জন্য পাকিস্তান বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
সূত্র: ডন
এবি