ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১০টি মামলায় মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ত্রিশাল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বাসস্ট্যান্ড এলাকার সড়কের দু’পাশে দীর্ঘদিনের অবৈধ দোকানপাট তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়।
ট্র্যাফিক আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি মামলায় মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালীন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এবং ত্রিশাল ট্র্যাফিক পুলিশ সার্বিক আইনানুগ সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনআই