এইমাত্র
  • উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
  • ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
  • যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
  • ‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
  • ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ
  • বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
  • রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
  • নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

    আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি। 

    বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর এখন আইসিসির জবাবের জন্য অপেক্ষা করছে বিসিবি। আইসিসির পক্ষ থেকে শিগগিরই বিসিবিকে সভার আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 

    তিনি বলেন “ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে আমরা দুটি সভা করেছি সিদ্ধান্ত নেওয়ার আগে। সিদ্ধান্তগুলি আপনারা এর মধ্যেই জানেন যে, আমরা নিরাপদ অনুভব করছি না, আমাদের দল এই মুহূর্তে ভারতে গিয়ে খেলুক। এজন্য আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং সেটায় উল্লেখ করেছি, আমরা কী করতে চাচ্ছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে, নিরাপত্তা একটা বড় কনসার্ন।’

    আইসিসি থেকে এখনও কোনো জবাব পায়নি বিসিবি। তবে দ্রুতই আলোচনার আশা করছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তারা আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ই-মেইলটা আমরা পাঠিয়েছি, এটির জবাবের ওপর নির্ভর করবে, আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব।’

    এদিকে চলতি বছর আগস্টে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের কথা রয়েছে ভারতীয় দলের। বর্তমান পরিস্থিতিতে এই বছরও সিরিজটি ঝুলে গেছে নিশ্চিতভাবেই।

    তবে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সিরিজে কতটা প্রভাব ফেলবে সেই বিষয়ে কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘দুই দেশের সিরিজ বা বিশ্বকাপে খেলা, এগুলো একটা ব্যাপার, আর বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু আরেকটি ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়েই আমরা চিন্তা করছি।’

    মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নিার্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এনিয়ে তিনি বলেন, ‘এটা তো ভারতের ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট দেখাবে বা না দেখাবে, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক, সরকার যে সিদ্ধান্ত নেয়, আমরা তা সমর্থন করি।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…