বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর রায়পুর মধ্য বাজার জামে মসজিদে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খানের উদোগে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস, ২ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু জাহের মিয়াজি, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীসহ রায়পুরের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মুসল্লীগণ।
ইখা