এইমাত্র
  • এবার তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
  • ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা
  • চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
  • নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত
  • জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
  • আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
  • রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
  • মাথায় ব্যান্ডেজ অবস্থায় আদালতে মাদুরোর স্ত্রী
  • ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
  • হু হু করে কমছে কেকেআরের ফলোয়ার সংখ্যা, ১ দিনেই নেই ১০ লাখ
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

    ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
    ছবি: সংগৃহীত

    ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ওয়াইফাই কলিং সেবা চালু করেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

    ওয়াইফাই কলিং সেবা চালুর ফলে ভিওএলটিই (ভয়েস ওভার এলটিই) সুবিধার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও উন্নত মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন। দুর্বল মোবাইল নেটওয়ার্ক কাভারেজের এলাকাতেও নির্ভরযোগ্য ওয়াইফাই সংযোগ থাকলে গ্রাহকরা সহজেই কল করতে পারবেন।

    গ্রামীণফোন জানায়, প্রাথমিকভাবে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দেশের কয়েকটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে। এসব আইএসপির মধ্যে রয়েছে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড এবং এমআইমি-ইন্টারনেট।

    এই সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত অ্যাপ ইনস্টল করতে হবে না। নির্ধারিত স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কলিং সুবিধা পাওয়া যাবে, যা কলের মান আরও স্পষ্ট ও স্থিতিশীল করবে।

    গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘প্রতিনিয়ত উদ্ভাবনী ডিজিটাল সেবা আনার মাধ্যমে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দেওয়াই গ্রামীণফোনের লক্ষ্য। ওয়াইফাই কলিং চালু আমাদের সেই অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন থেকে গ্রাহকরা ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও উন্নত ও উচ্চমানের ভয়েস কল উপভোগ করতে পারবেন।’

    তিনি আরও বলেন, মোবাইল অপারেটর থেকে একটি পূর্ণাঙ্গ টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের পথে গ্রামীণফোন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, আর ওয়াইফাই কলিং সেবার সূচনা সেই রূপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে।

    গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি কোনো খরচ ছাড়াই এই উন্নত কলিং সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে, যা দেশব্যাপী নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…