বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত করেন, ওই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মোঃ মমিনুর রহমান, কেন টাকা দিচ্ছেন না-এমন প্রশ্ন করলে তিনি জানান, ‘আমাদের বর্তমান মালিক পক্ষ বলছে আগের মালিক পক্ষ টাকা সরিয়ে ফেলেছে।’
৫ আগস্টের আগেও এমন সমস্যা ছিলো জানালে তিনি সুর পাল্টে বলেন, ‘আমাদের সমস্যা শুরু হয়েছে ২০২১ সাল থেকে।’
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স ঝিনাইদহ শাখার একজন গ্রাহক মুরাদ হোসেন অভিযোগ করে জানান, ‘আমি পেশায় একজন হোটেল শ্রমিক, নিজের সামান্য আয় থেকে সঞ্চয় করার জন্য, ১৫/১২/২০১২ সালে মাসিক ৫০০ টাকা কিস্তি হারে ১০ বছর মেয়াদী বীমা করি, ১৫/১২/২০২২ সালে আমার বীমার মেয়াদ শেষ হলে আজও আমি আমার টাকা ফেরত পাইনি। এখন লাভের দরকার নেই, আমার আসল টাকা ফেরত দিলেই আমি খুশি।
হোটেল শ্রমিক মুরাদ হোসেন তার স্ত্রীর নামেও একটি বীমা পলিসি খুলেছিলেন, কিন্তু নিজের পলিসির মেয়াদ শেষ হবার তিন বছর অতিবাহিত হবার পরেও যখন টাকা ফেরত পাচ্ছেন না, তখন নিজের স্ত্রীর পলিসি ভেঙে জমাকৃত অর্থ ফেরত চাচ্ছেন, কিন্তু ইন্সুরেন্স কর্তৃপক্ষ এই টাকা দিতে অস্বীকৃতি জানায়, পলিসির মেয়াদ শেষ হবার আগে টাকা দেবার নিয়ম নেই বলে তারা জানান। অথচ বীমা পলিসি শেষ হবার তিন মাসের মধ্যে লাভসহ টাকা ফেরত দেবার বাধ্যবাধকতা রয়েছে।
ঝিনাইদহের গ্রামগঞ্জের গরীব মানুষকে টার্গেট করে দালালের মাধ্যমে অধিক মুনাফার লোভ দেখিয়ে বীমা পলিসি খুলান বলে অভিযোগ রয়েছে ঝিনাইদহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্সের বিরুদ্ধে।
ইখা