কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চলাকালে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ী) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ মেঘনা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় জনৈক বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা সমবেত হয়। পরে তল্লাশিকালে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই পারভেজকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করবেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর