চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক অভিযান চালিয়ে জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারি দেলোয়ার হোসেন একই গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়।
এসময় মাদককারবারি দেলোয়ার হোসেনের নিজ বসত ঘরের মধ্যে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই বিষয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এসআর