টি-টোয়োন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে আইসিসির কাছ থেকে এক–দুই দিনের মধ্যেই উত্তর পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে। সেই জবাবেই পরিষ্কার হবে, বিশ্বকাপে টাইগারদের ম্যাচের ভেন্যু আদৌ বদলাচ্ছে কি না।
বিসিবি সূত্র জানায়, আগের দফায় পাঠানো ইমেইলে ভেন্যু পরিবর্তনের কথা উল্লেখ থাকলেও স্পষ্টভাবে দেশ পরিবর্তনের দাবি জানানো হয়নি। ফলে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ার বিষয়টি আইসিসির কাছে পরিষ্কার হয়নি।
নতুন করে পাঠানো ইমেইলে এবার বিষয়টি নির্দিষ্ট করে জানানো হয়েছে, বাংলাদেশ চায় তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক।
সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে। এর পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরে বিসিবি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছে।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কা যৌথ আয়োজক। ইতিমধ্যে পাকিস্তানের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতের মাঠেই সূচিভুক্ত রয়েছে।
আরডি