এইমাত্র
  • ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা
  • সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
  • যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
  • ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
  • মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
  • মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
  • এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
  • বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
  • সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
  • ফটিকছড়িতে বন কর্মকর্তাদের উপর হামলা, আহত ৪
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নবীনগরে গাঁজা ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    নবীনগরে গাঁজা ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

    থানার একাধিক সূত্র জানায়, গত ৫ জানুয়ারি সকালে নবীনগর উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার একটি পিকআপ ভ্যান আটক করেন। তল্লাশিতে পিকআপটিতে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার হলেও এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা থানায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

    পরবর্তীতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাদক কারবারি আনিসের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে ৭ লাখ টাকায় সমঝোতা হয় বলে অভিযোগ ওঠে। ওই সমঝোতার ভিত্তিতে মাদকসহ পিকআপ ভ্যানটি ছেড়ে দেওয়া হয়। ঘুষের একটি অংশ নগদ এবং বাকি অর্থ ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।

    ঘটনাটি স্থানীয় পর্যায়ে জানাজানি হলে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নজরে আসে। এর পরদিন, ৬ জানুয়ারি অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে নবীনগর থানায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হাজির করা হয়। সেখানে তারা টাকা লেনদেনের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা ধামাচাপা দিতে ঘুষ হিসেবে নেওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় বলে জানা গেছে।

    এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,

    “শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”

    ১৬০ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,

    “আমি বিষয়টি একদিন পরে জানতে পারি। প্রথমে তারা ঘটনাটি অস্বীকার করেছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তারা কারও অনুমতি ছাড়াই সেখানে গিয়েছিল। তদন্ত শেষে সব বিষয় স্পষ্ট হবে।”

    ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…