রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান খননকাজে ব্যবহৃত দুটি ভেকু (মাটি খননযন্ত্র)–এর ব্যাটারি জব্দ করা হয় এবং এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে পুঠিয়া থানা পুলিশের ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত। রাত ১১টায় শুরু হয়ে অভিযানটি রাত ১টা পর্যন্ত চলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত বলেন, “অনুমতি ব্যতীত পুকুর খনন বা ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ পুকুর খনন বা ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে গভীর রাতে উপজেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কৃষিজমি রক্ষার উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, শুধু সরঞ্জাম জব্দ করাই যথেষ্ট নয়; বরং এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের ধ্বংসযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।
এনআই