রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ জানুয়ারি) বিজিবির দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
সাজেক বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মানিক উল্লাহর নেতৃত্বে সাজেক রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ার হতদরিদ্র ও গরিব জনগোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, “প্রচণ্ড শীতে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবির এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনআই