এইমাত্র
  • জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
  • ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা
  • সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
  • যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
  • ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প
  • মার্কিন সেনা নিহতের জেরে সিরিয়ায় ফের বড় আকারের অভিযান চালাল যুক্তরাষ্ট্র
  • মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
  • এবার দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার
  • বনশ্রীতে দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

    পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানে সেনা অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে তারা নিহত হন।

    শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

    আইএসপিআর জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সামরিক বাহিনীর হামলায় ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় সন্ত্রাসী নিহত হয়।

    বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো সফলভাবে ধংস করা হয়। একই সময়ে কুররম জেলাতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা থাকার প্রমাণ বহন করে। এসব অভিযানের ফলে এলাকায় ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত হয়েছে বলে মনে করে দেশটির সেনাবাহিনী।

    এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সারা দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। আর শান্তি ফিরিয়ে আনতে জনগণ এসব অভিযান ও সরকারের পাশে আছে বলেও জানান তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…