লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রায়পুর থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কাগজপত্রবিহীন ও নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী মোট ৫টি মোটরসাইকেল আটক করা হয়। অভিযানে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানান, “পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ যানবাহন, মাদক ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়রা পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অপরাধ প্রবণতা কমবে।
এনআই