বগুড়ার শেরপুরে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙ্গে ৩টি ও তালা খুলে বাড়ির মালিকের ঘরে নতুন তালা লাগিয়ে ৫ টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। ৮ টি গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এলাকা সূত্রে জানা যায়, চোরেরা গত সপ্তাহের বুধবার রাতে কোন একসময় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দোয়াল সাড়া (হিন্দুপাড়া) গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে জুয়েল আহমেদের গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
১১ জানুয়ারি দিবাগত রাতের কোন এক সময় অভিনব কায়দায় উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলামের বাড়ির বাউন্ডারি ওয়ালের তালা খুলে বাড়ির মালিক আসাদুলের শোয়ার ঘরে দুটি তালা লাগিয়ে গোয়ালঘরের তালা ভেঙ্গে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।
গরুর মালিক আসাদুল ইসলাম রাতের খাওয়া দাওয়া শেষ করে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় চোরের দল গোয়ালঘরের তালা কেটে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি করার সময় গরুর চিৎকারে পাশের বাড়ির চাচতো ভাই টের পায় পরে ডাকাডাকি করে ওরা এসে দেখে যে আসাদুলের ঘরে দুটি তালা লাগানো পরে তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে আসাদুলের সাথে কথা বললে তিনি বলেন, ‘রাত্রে আমার বাড়িতে আমাদেরকে তালাবদ্ধ করে রেখে ৪টি গাভী ও একটি এড়ে বাছুর চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরে আমি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পিকআপ গাড়ির পিছনে পিছনে গিয়েও ধরতে পারি নাই। পরে রানী হাট বাজারের সিসি ফুটেজ দেখে বোঝা যায় গরুগুলো তাড়াশের দিকে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী বলেন “বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইখা