এইমাত্র
  • যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
  • ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
  • পে স্কেল নিয়ে দুঃসংবাদ, চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা
  • ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
  • নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি
  • বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
  • ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
  • হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
  • ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
  • ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

    ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

    ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। স্কটল্যান্ডের চতুর্থ সারির পেশাদার লিগ ‘লিগ টু’-তে এক দর্শককেই মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলো লাল কার্ড দেখিয়ে।

    গত শনিবার (১০ জানুয়ারি) এডিনবার্গ সিটি ও স্টার্লিং অ্যালবিওনের মধ্যকার ম্যাচে এই নাটকীয় দৃশ্য ঘটেছে। ম্যাচে রাসেল ম্যাকলিনের হ্যাটট্রিকে স্টার্লিং ৪-১ গোলে জয় অর্জন করে। তবে ম্যাচের ৮৬ মিনিটে রেফারি জোশ হে বিশেষ নজর কাড়েন। গ্যালারিতে থাকা এক দর্শক ক্রমাগত ম্যাচে বিঘ্ন সৃষ্টি করায় রেফারি পকেট থেকে লাল কার্ড বের করে তার দিকে দেখিয়ে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন তাকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিতে।

    স্কটিশ সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি বিষয়টি কিছুটা হাস্যরসাত্মকভাবে করেছিলেন, যা স্টেডিয়ামের বাকি দর্শকদের মধ্যে হাসির খোরাক জোগায়। 

    যদিও বাস্তবে ওই দর্শককে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে বের করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির এই ভঙ্গি দ্রুত ভাইরাল হয়ে যায়।

    স্টার্লিং অ্যালবিওন তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘটনার ছবি পোস্ট করলে শুরু হয় সমালোচনা ও বিতর্ক। একজন ফুটবল অনুরাগী লিখেছেন, ‘রেফারি বড়জোর নিরাপত্তারক্ষীদের বলতে পারতেন, দর্শককে লাল কার্ড দেখানো স্রেফ নিজেকে জাহির করার চেষ্টা।’

    অন্যদিকে এডিনবার্গের এক সমর্থক ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন, ‘রেফারির উচিত ছিল নিজেকে লাল কার্ড দেখানো। হ্যান্ডবল মিস থেকে শুরু করে পেনাল্টি না দেয়া—পুরো ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো হতাশাজনক ছিল।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…