এইমাত্র
  • যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
  • ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
  • পে স্কেল নিয়ে দুঃসংবাদ, চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা
  • ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
  • নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি
  • বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
  • ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
  • হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
  • ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
  • ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

    বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

    ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্কের মধ্যে। সম্প্রতি ক্রিকবাজ জানিয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব আইসিসি দিতে পারে। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের কাছে এখনও কোনো নিশ্চিত তথ্য নেই।

    ঘটনার সূত্রপাত ঘটে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর। এরপর বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির কারণে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য আইসিসিকে চিঠি পাঠায়। 

    সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। আর এক ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। 

    ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি আবেদন মেনে আইসিসির পক্ষে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের সম্ভাবনা খুবই কম। তবে বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমের কথা ভাবছে আইসিসি। সংস্থাটি শিগগিরই বিসিবিকে প্রস্তাব পাঠানোর কথাও জানিয়েছে।

    এই প্রতিবেদনের পরে বিসিসিআইয়ের বক্তব্যের অপেক্ষা ছিল। 

    এ বিষয়ে সংস্থার সদস্যসচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা আইএএনএসকে জানান, ‘বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিষয়টি বিসিবি ও আইসিসির মধ্যে সমন্বয়ের মাধ্যমে হবে। আইসিসি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদি তারা ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…