কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম (২৭) উপজেলার সদর ইউনিয়নের বজরেরখামার গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার এবং তাকে আটক করা হয়।
পুলিশ জানায় রবিবার দিবাগত রাতে গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শাহিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির ছাদের উপর থেকে ৩২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
পিএম