চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালগুলোতে নোংরা পরিবেশ, পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায় এবং হোটেলগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশের দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজী সুইটমিটকে ৫০ হাজার টাকা, হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ খাওয়া-দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকা, নবাবী রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং দেশ ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ মোট ৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। তিনি জানান, জেলায় ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এনআই