চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নিলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
এনআই