রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) উপজেলার শেরমস্ত গ্রামের মৃত মকবুল মণ্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা বাঙালীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। এ সময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়।
এনআই