ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা পড়ে। এতে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভারী যান চলাচলের সময় সেতুর পশ্চিম পাশের একটি অংশে ফাটল চোখে পড়ে। বিষয়টি জানাজানি হলে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। তবে এর আগেই সেতুর দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজট লেগে যায়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।
দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় সড়কে কাটাতে হয়। জরুরি কাজে যাতায়াতকারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘণ্টাব্যাপী যানজট নিরসনে কাজ করেন। একপর্যায়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সীমিত আকারে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। সড়ক বিভাগ জানায়, আপাতত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে; তবে সেতুটির স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সেতুতে এর আগেও একাধিকবার ফাটল ও কাঠামোগত সমস্যার সৃষ্টি হয়েছে। বারবার অস্থায়ী সংস্কার করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। তারা দ্রুত টেকসই মেরামত কিংবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
সেতুটির নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনআই