মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মীর বাছির উদ্দিন জুয়েল মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দেড় বছরের এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের পৈতৃক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে মুন্সিগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পিএম