এইমাত্র
  • গণভোট প্রচারের দায়িত্ব বিএনপির না: মির্জা ফখরুল
  • মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন
  • এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
  • ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ
  • দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
  • যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে নিন্দা জানালো উত্তর কোরিয়া
  • এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
  • প্রবল কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীত
  • ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’
  • যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
  • আজ মঙ্গলবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

    গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
    সংগৃহীত ছবি

    ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো উপায়ে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার কথা জানান তিনি। এ দ্বীপের মালিকানা মার্কিন প্রেসিডেন্টের জন্য মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ।

    রবিবার (১১ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা ‘মনস্তাত্ত্বিকভাবে আমার জন্য গুরুত্বপূর্ণ’।

    ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন যে বিষয়টি তিনি ‘সঠিকভাবে’ মীমাংসা করতে চান। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেন ওই ভূখণ্ডের মালিকানা গ্রহণ করে কারণ এর মালিকানা মার্কিন ‘সাফল্যের জন্য মনস্তাত্ত্বিকভাবে প্রয়োজনীয়।’

    তিনি বলেন, ‘মালিকানা আপনাকে এমন কিছু সুযোগ-সুবিধা ও উপাদান দেয়, যা শুধু কোনো নথিতে স্বাক্ষর করে পাওয়া যায় না। সেখানে আপনার একটি ঘাঁটিও থাকতে পারে।’

    গ্রিনল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তিনি মনে করেন ‘এটা প্রয়োজন হবে না’। যদিও এর আগে তিনি এটাও বলেছিলেন যে প্রয়োজন হলে সেখানে ‘আরও বেশি’ সেনা থাকবে।

    এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিউস হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি বলপ্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে তবে তা ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ডেনমার্কের সহায়তায় এগিয়ে আসতে বাধ্য থাকবে।

    এছাড়া ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব এবং ভূভাগের অখণ্ডতা রক্ষায় একজোট হওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের ক্ষমতাধর ছয়টি দেশ। দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্যে।

    তবে ট্রাম্পের অভিযোগ, গ্রিনল্যান্ড অঞ্চলে রুশ ও চীনা বাহিনীর সামরিক উপস্থিতি বাড়ছে এবং গ্রিনল্যান্ড দ্বীপ রক্ষা করার সক্ষমতা ডেনমার্কের নেই। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন।

    সূত্র: দ্য গার্ডিয়ান/রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…