ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বোয়ালমারী বাজার স্টেশনসংলগ্ন শিবপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫), মোছা মোল্লা (৩০) এবং পরিচয় না জানা এক নারী শ্রমিক। নিহত দুইজন আপন ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষ করে ২০ থেকে ২৫ জন শ্রমিক একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পিকআপটি শিবপুর রেলক্রসিং অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রেল পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এফএস