ক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার (১২ জানুয়ারি) টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাইফুল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার নাজির হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের টেকনাফ ক্যাম্পের র্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ-শাহপরীর দ্বীপগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে। একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির পিছনের ছিটের নিচে বিশেষভাবে ফিট করা ১০টি প্যাকেট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, সাইফুল ইসলামকে উখিয়া থেকে ইয়াবা ক্রয় করতে টেকনাফে আসার সময় আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে আটক মাদক ব্যবসায়ীকে মামলা দায়েরের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনআই