পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করেছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে এসব উদ্ধারকৃত মোবাইল ও অর্থ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। বিভিন্ন থানায় দায়েরকৃত হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা তাদের মোবাইল ও অর্থ ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, আইসিটি ও মিডিয়া শাখার এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থাকবে।
এনআই