প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করে প্রজ্ঞাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন বিধিমালা কার্যকর করা হয়েছে। ফলে আগের ‘কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ রহিত করা হয়েছে বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানিয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, এতোদিন সি অ্যান্ড এফ এজেন্টদের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না, যা এখন নতুন করে প্রণয়ন করা হয়েছে।
নতুন এই বিধিমালার ফলে এখন থেকে কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স প্রদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। এছাড়া লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে উত্তীর্ণ হওয়া সকল যোগ্য প্রার্থীই লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। বিধিমালার বিশেষত্ব হলো, কোনো কারণে কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট লাইসেন্সটি বাতিল হবে না। সেক্ষেত্রে লাইসেন্সধারীরা অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে অন্য যেকোনো সচল কাস্টমস স্টেশনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন বিধিমালার প্রধান লক্ষ্য হলো লাইসেন্স প্রদান প্রক্রিয়াকে সহজ করা ও প্রশাসনিক জটিলতা কমিয়ে আনা। আধুনিক ও যুগোপযোগী এই ব্যবস্থার ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে কাস্টমস এজেন্টদের ভূমিকা আরও গতিশীল হবে। এতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এইচএ