বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজ খেলতে আগামী ২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি, এরপর ৩১ জানুয়ারি এবং শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে।
এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় সফরকারীরা, দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, আর তৃতীয় ম্যাচ জিতে শ্রীলঙ্কা সিরিজ ১-১ সমতায় শেষ করে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে। এ গ্রুপে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে মুখোমুখি হবে তারা। অন্যদিকে ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।
দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ইতিহাসে দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় ১৪টি, পাকিস্তানের জয় ১২টি, ১টি ম্যাচ টাই এবং ১টি পরিত্যক্ত হয়েছে।
অস্ট্রেলিয়া তৃতীয়বারের মতো পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। সর্বশেষ তারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলেছিল। গাদ্দাফি স্টেডিয়ামে শেষবারের মতো অজিরা ২০২২ সালের ৫ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।
আরডি