এইমাত্র
  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
  • ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
  • জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
  • ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
  • জীবননগরে যুবকের লাশ উদ্ধার
  • বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া
  • কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
  • ‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
  • বিশ্বজুড়ে ৭৯টি কনসার্টের ঘোষণা বিটিএসের
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    ওয়ানডে ক্রিকেটে সময়টা আবারও নিজের করে নিচ্ছেন বিরাট কোহলি। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন এই ভারতীয় ব্যাটার।

    বুধবার (১৪ জানুয়ারি) আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, এক নম্বর স্থান থেকে তিনে নেমে গেছেন রোহিত শর্মা। তার জায়গা দখল করেছেন কোহলি। আর তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারেল মিচেল।

    সম্প্রতি ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে আছেন কোহলি। শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই করেছেন পঞ্চাশের বেশি রান। এই ধারাবাহিকতাই তাকে আবারও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে। সবশেষ ২০২১ সালে এক নম্বরে ছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় শীর্ষস্থান দখলে ছিল বাবর আজমের। 

    এমনকি ২০২২ সালে এক সময় সেরা দশ থেকেও ছিটকে যান কোহলি। তবে ২০২৩ সাল থেকে তার প্রত্যাবর্তন শুরু হয়। ধাপে ধাপে উঠে ২০২৫ সালের শেষ দিকে দ্বিতীয় স্থানে পৌঁছান তিনি, আর এবার রোহিত শর্মাকে টপকে আবার এক নম্বরে।

    শীর্ষ দশে কোহলি ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি। তবে ভারতের কেএল রাহুল এবং শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এক ধাপ করে এগিয়েছেন। রাহুল এখন ১১তম আর নিসাঙ্কার অবস্থান ১৪ নম্বরে।

    বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছেন তাওহীদ হৃদয়। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৩৩ নম্বরে। শীর্ষ ৫০–এ আরেক বাংলাদেশি হিসেবে জায়গা ধরে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার অবস্থান ৪১তম।

    এদিকে ওয়ানডে বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। আর অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আজমাতুল্লাহ ওমরজাই।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…