শীতকালে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক বিপদসংকেত। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা যায় না। এতে করে সড়কপথ পরিণত হয় এক অদৃশ্য মৃত্যুফাঁদ।
ঠিক এমন সময়েই মানুষকে সচেতন করতে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনার আমতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেন স্থানীয় যুব সংগঠন “আমরা আমতলীবাসী”।
এই কর্মসূচির আওতায় পথচারী, যানবাহন চালক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক নিয়ম মানার পরামর্শ দেওয়া হয়। কুয়াশা ও অসতর্কতার কারণে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালানো, গতিসীমা নিয়ন্ত্রণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় লিফলেটে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা, সহ সভাপতি সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলামসহ আরও অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। আমরা চাই, সাধারণ মানুষ যেন সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়। এ কারণে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছি।
মুঠোফোনে আমরা আমতলীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, এই শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। মানুষ সচেতন হলেই এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব। আমাদের এই উদ্যোগ আগামীতেও চলবে।
এসআর