আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বেনাপোল বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানান।
কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি (গোপালগঞ্জ, নড়াইল ও যশোর) জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী দুইটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার এর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪, ১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ কুস্টিয়া হতে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত ৬০০ কিঃ মিঃ এলাকা বিস্তৃত। এই বিস্তর্ণ এলাকায় বিদ্যমান সীমান্তে বিজিবি যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের নিরলস প্রচেষ্টায় গত এক বছরে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮০ জন আসামী আটক করা হয়। এবং স্বর্ণ, রৌপ্য অস্ত্র, গুলি উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মদ, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও বিভিন্ন প্রকার ভারতীয় মেডিসিন আটক করা হয়।
তিনি আরও বলেন, বিজিবির পক্ষে একা এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা কষ্টকর। এজন্য আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। সাংবাদিকদের সহযোগিতা সীমান্ত সুরক্ষা কার্যক্রমে আমাদের অনুপ্রেরণা যোগায়। সীমান্ত সুরক্ষিত রাখলে দেশ সুরক্ষিত থাকবে। তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি বিজিবি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো বলে তিনি জানান।
এমআর-২