মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই এলাকার আবুল হোসেন মৃধার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের জানান, বুধবার রাতে একই ঘরে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে ঘুমিয়ে ছিলেন। ভোরে আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে রাজি হননি তিনি। স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং পরিবারের সদস্যরা চুরি, নেশাসহ নানা অপরাধে জড়িত।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার রহস্য উদঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, 'নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
এফএস