পাবনার ফরিদপুর উপজেলায় মোছা. সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
সুরাইয়া ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের পাঁচ জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
সুরাইয়ার পরিবার জানিয়েছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাঁচ জন্তিহার গ্রাম থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেয়েকে হারিয়ে মা-বাবা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৬ জানুয়ারি) ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে সুরাইয়ার বাবা স্বপন খান বলেন, “নিখোঁজ কিংবা অপহরণের ঘটনায় অভিভাবক ও স্বজনদের ভীষণ ট্রমার মধ্য দিয়ে যেতে হয়। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে কোথাও পাচ্ছি না। এ নিয়ে আমরা পরিবারের সবাই মহাদুশ্চিন্তায় রয়েছি।”
এ বিষয়ে ফরিদপুর থানার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ সরকার বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এনআই