রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে র্যাব-১-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ভিকটিম মো. মাহবুব আলম (৫৭) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে 'আলাল গ্রুপ'-এর প্রটোকল অফিসার হিসেবে কর্মরত।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ২৪ নম্বর বাসার সামনে অবস্থানকালে তিনি হামলার শিকার হন।
একটি সাদা প্রাডো গাড়ি, একটি নিসান এক্সট্রেইল এবং একটি মোটরসাইকেলে আসা ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং তার নিজের শটগান দিয়েই মুখের বাম পাশের চোয়ালে গুরুতর জখম করে। এরপর তারা শটগানটি ছিনিয়ে নেয় এবং প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক অন্য একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর আহত মাহবুব আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। রোববার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র সহায়তায় শেরেবাংলা নগর থানার শ্যামলী কল্যাণ সমিতির একটি গার্মেন্টস গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাইকৃত, ১টি তুর্কি প্রস্তুতকৃত ১২ বোর শটগান, ৪ রাউন্ড গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এই চাঞ্চল্যকর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এসআর