এইমাত্র
  • ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন
  • ‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়
  • ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
  • বনফুল কর্ণধার মোতালেবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
  • আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
  • সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
  • ‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
  • চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা
  • যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
  • অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    সাটুরিয়ায় অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব চলছে

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    ‎মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।  নতুন করে বাড়ছে নদী ভাঙ্গনের পরিধি।

    ‎স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু লোকের সহযোগীতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মোঃ রমজান মেম্বার ও নজরুল ইসলাম নামের দুই বালু/ মাটি ব্যাবসায়ী।এতে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে  হুমকিতে পড়েছে নদী তীরবর্তী বসতি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে বর্ষায় তাদের এলাকায় বন্যা ও নদীভাঙন দেখা দেয়।বরাইদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান বারবার নিষেধ করার পরেও এদেরকে থামানো যাচ্ছে না।

    ‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভারের খলিসাডোহারা এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া ট্রাক্টর ট্রলি দিয়ে নদী হতে বালু কেটে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে গ্রামীন রাস্তা। এ বিষয়ে একাধিকবার স্থানীয়রা প্রতিবাদ করলেও অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। 

    ‎এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী রমজান মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে ড্রেজার মেশিন বন্ধ আছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মাঝে মাঝে ড্রেজার বন্ধ রাখা হয়।ট্রাক্টর ট্রলির মালিক নজরুল জানান আমার গাড়ি সহ আরও গাড়ি চলে।

    ‎সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…